October 25, 2024 - 1:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকনাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী: জো বাইডেন

নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী: জো বাইডেন

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরোধী রাজনৈতিক দলের নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া বাইডেন প্রশাসন নাভালটির মৃত্যুর কারণ উদঘাটনে তদন্তের আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় কারাগারে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না। বরং এ কথা বলা যায়, রাষ্ট্রই সেই মৃত্যুর জন্য দায়ী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাশিয়ার একটি কারাগারে ৪৭ বছর বয়সী নাভালনি মারা যান বলে জানায় রুশ কর্তৃপক্ষ। নাভালনি ছিলেন রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক। ২০২১ সাল থেকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় কারাদণ্ড ভোগ করে আসছিলেন।

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেন, তিনি জানেন না মৃত্যুর এই ভয়ঙ্কর সংবাদটি সত্য কি না। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমাইশ বলেছেন, তাদের টিমকে এখনও মৃত্যুর খবরের বিষয়ে নিশ্চিত করা হয়নি। তবে নাভালনির আইনজীবী খোঁজখবর নেওয়ার জন্য সাইবেরিয়া যাচ্ছেন।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, কারা কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত বছরের আগস্টে চরমপন্থি সংগঠন তৈরি এবং তাতে অর্থায়নের অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করা হয়। তবে নাভালনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এ ছাড়া আরও বিভিন্ন অভিযোগে তাকে অতিরিক্তি ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আগে থেকেই তিনি প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার মামলায় ৯ বছরের কারাদণ্ড ভোগ করে আসছিলেন। সূত্র-বিবিসি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...