October 24, 2024 - 4:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়আজ জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

spot_img

নিজস্ব প্রতিবেদক: জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আজ বৃহস্পতিবার জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৃহস্পতিবার ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুদিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধুকন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

ঢাকার এক কূটনীতিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

এ কূটনীতিক বলেন, ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

মন্ত্রণালয় সূত্র বলছে, মিউনিখ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি সরকারপ্রধানের বেশ কয়েকজন সরকারপ্রধানসহ অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, আয়োজক সংস্থার সভাপতি রাষ্ট্রদূত ড. ক্রিস্টোফার হিউগেনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে সদয় সম্মতি প্রদান করেছেন। মিউনিখ সিকিউরিটি সম্মেলন মূলত সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে উচ্চ-পর্যায়ের নিয়মিত আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে বিবেচিত। উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও নেতারা, মিডিয়া, সুশীল সমাজ এবং সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়ে থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

৬ ব্রোকারেজ হাউজ পেল ডিএসইর ফিক্স সার্টিফিকেশন

নিজস্ব প্রতিবেদক : এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করণের লক্ষ্যে ডিএসই আরো ছয় ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করল৷ গতকাল (২৩ অক্টোবর) ডিএসইর...

‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে বিচ হ্যাচারি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই)...

‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে একমি পেস্টিসাইডস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই)...

৩ মাসে ২৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের রাজস্ব আদায় প্রায় ২৬ হাজার কোটি টাকা কম হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ অবস্থার উন্নতি হওয়ার...

কেডিএসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের...

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪...

সচিবালয়ে আটক ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, মুচলেকায় মুক্তি ২৮

নিজস্ব প্রতিবেদক : বুধবার (২৩ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ক্রটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ...

কাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সজীব মিয়া (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এতে...