October 25, 2024 - 1:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারতৃতীয় প্রান্তিকে বার্জার পেইন্টসের ইপিএস ও এনএভি বেড়েছে

তৃতীয় প্রান্তিকে বার্জার পেইন্টসের ইপিএস ও এনএভি বেড়েছে

spot_img

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড এর তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

উক্ত বোর্ড সভায় অন্যান্য বিষয়ের সাথে কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য পাওয়া যায়।

তৃতীয় প্রান্তিক পর্যালোচনায় দেয়া যায় যে, কোম্পানির এনএভি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে আগের বছরের তুলনায় অক্টোবর-ডিসেম্বর ২০২৩ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের এনএভি ২০৯ টাকা ৭৮ পয়সায় বৃদ্ধি পেয়েছে। যা ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে ছিল ২০৯ টাকা ৭৮ পয়সা।

রেভিনিউ: এপ্রিল-ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কোম্পানির রেভিনিউ হয়েছে ১৯,০৭২,৯৮৫ টাকা যা এপ্রিল-ডিসেম্বর ২০২২ এ ছিল ১৮,৯০৭,৩৩৯ টাকা এবং অক্টোবর-ডিসেম্বর ২০২৩ সালে হয়েছে ৬,৮৮০,৩৫৫ টাকা যা অক্টোবর-ডিসেম্বর ২০২২ পর্যন্ত ছিল ৬,৫৬২,৭৬৯ টাকা।

গ্রোস প্রফিট : এপ্রিল- ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কোম্পানির গ্রোস প্রফিট হয়েছে ৬,১১৪,৪৯৮ টাকা, যা এপ্রিল- ডিসেম্বর ২০২২ এ ছিল ৫,৪৮১,১০৮ টাকা এবং অক্টোবর-ডিসেম্বর ২০২৩ এ হয়েছে ২,২৭৯,৩১৭ টাকা, যা অক্টোবর-ডিসেম্বর ২০২২ এ ছিল ১,৭৭৫,৬১৭ টাকা।

ইপিএস: এপ্রিল-ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কোম্পানির ইপিএস হয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা, যা এপ্রিল-ডিসেম্বর ২০২২ এ ৪৪ টাকা ১৬ পয়সা এবং অক্টোবর-ডিসেম্বর ২০২৩ এ হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা, যা অক্টোবর-ডিসেম্বর ২০২২ ছিল এ ১৪ টাকা ৭৩ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০২৩ সালে ২৭৯ টাকা ৭৮ পয়সা, ২০২২ সালে ২২৭ টাকা ৩৯ পয়সা, ২০২১ সালে ২৩২ টাকা ৭৮ পয়সা, ২০২০ সালে ২০৪ টাকা ২০ পয়সা ও ২০১৯ সালে ১৭৬ টাকা ১৮ পয়সা।

বিগত ৫ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২৩ সালে ১ টাকা ৫২ পয়সা যা ২০২২ সালে ৪ টাকা ৩০ পয়সা, ২০২১ সালে ৬ টাকা ৫৩ পয়সা, ২০২০ সালে ৪ টাকা ৪৭ পয়সা ও ২০১৯ সালে ৪ টাকা ৩২ পয়সা ছিল।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৪০০ শতাংশ নগদ, ২০২২ সালে ৪০০ শতাংশ নগদ, ২০২১ সালে ৩৭৫ শতাংশ নগদ, ২০২০ সালে ২৯৫ শতাংশ নগদ ও ২০১৯ সালে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে ২০০৬ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৯৫.০০ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩.৬২ শতাংশ শেয়ার। এবং বাকি ১.১৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১,৭১১.৬০ টাকা থেকে ২,০০০.০০ টাকায়। গতকাল কোম্পানির দর উঠানামা হয়েছে ১,৯৫০.০০ টাকা থেকে ২,০০০.০০ টাকার মধ্যে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...