January 3, 2025 - 1:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকমপ্লাইন্স অডিটে দ্বৈতনীতি রয়েই গেল!

কমপ্লাইন্স অডিটে দ্বৈতনীতি রয়েই গেল!

spot_img

মো: মিজানুর রহমান, এফসিএস : ২০১৮ সালে বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮ এর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির জন্য কমপ্লাইন্স অডিট বাধ্যতামুলক করে নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় সিএ/সিএমএ/সিএস প্র্যাক্টিসিং প্রোফেশনাল ফার্মকে দিয়ে কমপ্লাইনস অডিট করানোর জন্য প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে নির্দেশনা দিয়েছে। কিন্তু কোন অডিট ফার্ম একটানা কয় বছর পরপর কমপ্লাইন্স অডিট করতে পারবে সে ব্যাপারে কোন নির্দেশনা দেয়া নেই।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০০৬ সালে প্রথম কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন নামে কিছু নির্দেশনা দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য রুল ইস্যু করে। তারপর ২০১২ সালে আবার কিছু সংশোধনীসহকারে নতুন কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন ২০১২ ইস্যু করে। ২০১২ এর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে প্রথম সিজি সার্টিফিকেট নেওয়া প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে বাধ্যতামূলক করা হয়। কিন্তু সেখানেও কমপ্লাইন্স অডিটরের কোন মেয়াদ উল্লেখ করা ছিলো না। ফলে যেসকল কমপ্লাইন্স অডিট ফার্ম ২০১২ সালে কোন তালিকাভুক্ত কোম্পানিকে কমপ্লাইন্স অডিটের জন্য নিয়োগ পেয়েছেন তারাই ২০১৮ সাল পর্যন্ত ছয় বছর এবং ২০১৮ থেকে ২০২৩ পাঁচ বছর অর্থাৎ একই অডিট ফার্ম ১২ বছর তালিকাভুক্ত কোন কোম্পানিকে অডিট করে যাচ্ছে।

বিএসইসির যে কমিশন ২০১২ সালে কমপ্লাইন্স অডিটরের কাছ থেকে সিজিসি সার্টিফিকেট দেয়া কেয়ামত চুক্তি করার সুযোগ রেখে গেল সেই একই কমিশন নিজেদের ভুল সংশোধন না করে ২০১৮ সালে আবার কমপ্লাইন্স অডিট ফার্মের জন্য কেয়ামত চুক্তির সুযোগ রেখে কর্পোরেট গভর্নেন্স কোর্ড ২০১৮ পালনের জন্য সকল তালিকাভুক্ত কোম্পানির জন্য বাধ্যতামুলক রেখে গেছেন।বিএসইসির বর্তমান কমিশন ২০২০ সালে পুনর্গঠিত হলেও বিগত ৩ বছরে তারাও কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮ তে কমপ্লাইন্স অডিটরের কোন মেয়াদ নির্ধারণ করে দেননি। অর্থাৎ ২০১২ সালের ভুলের পুনরাবৃত্তি হলো ২০১৮ সালে যা ২০২০ এর কমিশন এখনও বইয়ে বেড়াচ্ছে।

এখানে উল্লেখ্য যে, ১৯৯৬ ও ২০১০ সালের পুঁজিবাজার বিপর্যয়ের আগে ফাইন্যান্সিয়াল অডিটও কেয়ামত চুক্তি ছিলো। তারপর অনেক বড় খেসারত দিয়ে ফাইন্যান্সিয়াল অডিটের মেয়াদ পরপর ৩ বছর করা হয়েছে। যেন কোন অডিটর একটানা ৩ বছরের বেশি কোন তালিকাভুক্ত কোম্পানির অডিটর থাকতে না পারে এবং তারপর থেকেই ফাইন্যান্সিয়াল অডিটে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হয়েছে। অডিট ফার্মগুলোও কোয়ালিফাইড অডিট রিপোর্ট দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে।

এখানে প্রশ্ন হলো, সিজি ২০১৮ সংশোধন হলেও কাদের স্বার্থে বিএসইসির কমিশন কমপ্লাইন্স অডিটরদের জন্য কোন মেয়াদের বাধ্যবাধকতা না রেখে কেয়ামত চুক্তি বা আজীবন অডিট করার সুযোগ রেখেছে?

অন্যদিকে পুঁজিবাজারের তালিকাভক্ত কোম্পানির ফাইন্যান্সিয়াল অডিটের জন্য করা হয়েছে ৩৬ অডিটরের সমন্বয়ে অডিটরস প্যানেল কিন্তু কমপ্লাইন্স অডিটের জন্য কোন প্যানেল না করে সিএ/সিএমএ/সিএস তিন প্রোফেশনের জন্য উন্মক্ত রাখা হয়েছে। ফলে কমপ্লাইন্স অডিট হচ্ছে নামকাওয়াস্তে ১০/১৫/২০/২৫ হাজার টাকা নামমাত্র ফিতে। অথাৎ এখানেও কোন শৃঙ্খলা নেই কম ফিসের কারণে কমপ্লাইন্স অডিট হচ্ছে যেনতেন ভাবে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। এখানেও বিএসইসির বর্তমান কমিশনের দৃষ্টি দেয়া দরকার।

বিএসইসির একই কমিশন কর্তৃক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অডিটের জন্য দ্বৈতনীতি পরিহার হওয়া দরকার। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অডিটের জন্য যেমন সিএ প্রফেশন, অডিটরস প্যানেল এবং সর্বোচ্চ ৩ বছর একই অডিটর দ্বারা অডিটের বিধান করা হয়েছে, তেমনি কমপ্লাইন্স অডিটের ক্ষেত্রেও শুধুমাত্র সিএস প্রফেশন, অডিটরস প্যানেল এবং সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত অডিটের বিধান করা আবশ্যক বলে পুঁজিবাজার বিশ্লেষণে উঠে এসেছে। পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএসইসির দ্বৈতনীতির সুরাহা হওয়া জরুরি।

বিগত ১২ বছরের কমপ্লাইন্স অডিট পর্যালোচনায় দেখা গেছে ১% এর কম তালিকাভুক্ত কোম্পানি তাদের কমপ্লাইন্স অডিটর পরিবর্তন করেছে। অর্থাৎ যে সকল অডিট ফার্ম কোম্পানি সচিব বা সিএফও বা ব্যবস্থাপনা পরিচালকের কথামত কোম্পানিকে ক্লিন রিপোর্ট দেয়নি। শুধু মাত্র সে সকল ক্ষেত্রেই সিজিসি অডিটর পরিবর্তন হয়েছে। আর অন্য সকল কোম্পানিতেই বিগত ১০/১২ বছর ধরে একই অডিটর সিজিসি সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন।

সুতরাং বিএসইসির বর্তমান কমিশনের চেয়ারম্যান বরাবর সবিনয় জিজ্ঞাসা; কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮ এর কন্ডিশন ৯ এর পরিবর্তন হবে কবে এবং অতিসত্বর পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য ফাইন্যান্সিয়াল অডিটের মত কমপ্লাইন্স অডিটরদের ক্ষেত্রেও ৩ বছরের জন্য নিয়োগের বিধি-বিধানের ব্যবস্থা হবে কবে?

অতএব, চেয়ারম্যান সমীপে অনুরোধ পঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অডিটের দ্বৈতনীতি পরিহার করে কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮-এ আবারো সংশোধনী এনে ফাইন্যান্সিয়াল অডিটে সিএ, কষ্ট অডিটে সিএমএ এবং কমপ্লাইন্স অডিটে সিএস প্রোফেশনকে পৃথকভাবে কাজের সুযোগ দিয়ে প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার করুন, যেন কর্মক্ষেত্রে পেশাদারদের কাজে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয় এবং সিএস প্রোফেশনালরা সুশাসন প্রতিষ্ঠায় জোরালো ভুমিকা রাখতে পারেন।

লেখক: পুঁজিবাজার বিশ্লেষক, সম্পাদক-কর্পোরেট সংবাদ ডট কম ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায় আর নেই

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরুণ রায় আর নেই। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।...

সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: "নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল...

৪৩তম বিসিএস: পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

কর্পোরেট সংবাদ ডেস্ক : ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে সরকার। আবেদন পেলে পুনরায় যাছাই-বাছাই করে তাদেরকে গেজেটভুক্ত করা হবে।...

সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি সঠিক নয়: প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে সম্প্রতি টাইমস অ্যালজেব্রার ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি...

ওয়ালটন হেডকোয়াটার্সে নতুন মডেলের ডুয়াল ব্যান্ড রাউটার উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআরসিক্স১আই (WR61i) মডেলের এই রাউটারটির প্রধান...

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বুধবার (১ জানুয়ারী, ২০২৫) ব্যাংকের খেলাপি গ্রাহক স্বপ্ন...

জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয়...

ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না নিত্যপণ্যে: অর্থ উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক : রাজস্ব বাড়াতে ৪৩টি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন...