স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী পহেলা জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রর মুখোমুখি হবে কানাডা। ৭ জুন ডালাসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ‘গ্রুপ অব ডেথে’-এ পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।
যদিও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্র এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং নিয়ে প্রতিবেদন করেছে ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ পত্রিকা।
সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে আগামী আসরে। প্রতি গ্রুপে ৫টি করে দল রেখে ৪টি গ্রুপে করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে খেলবে। সেখানে আটটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’তে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে আছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ ‘সি’তে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, এ’ গ্রুপের সব খেলা যুক্তরাষ্ট্রে, ‘বি’ ও ‘সি’ গ্রুপের সব খেলা ওয়েস্ট ইন্ডিজে। আর ‘ডি’ গ্রুপের খেলাগুলো যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মিলিয়ে হবে। ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।
তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার এবং সেখানে বসবাসকারী এশিয়ানদের বিসয়টি বিবেচনা করে এশিয়ার সাত দলের ৫টিরই ম্যাচ থাকবে যুক্তরাষ্ট্রে। তবে সেখানে আফগানিস্তানের কোন ম্যাচ থাকবে না। কারন রাজনৈতিক ও ভিসা জটিলতায় পড়তে পারে আফগানরা।
সবকিছু ঠিক থাকলে আগামী ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩০ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’ : ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস, নেপাল।