সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি গ্রামের চরাঞ্চলে অনাবাদি জমি গুলোতে তুলা চাষে কৃষকরা খুঁজে পাচ্ছে আশার আলো। জানা যায়, উপজেলার পাঙ্গাসী ইউপির কালিনজা ও বারইভাগ দুটি গ্রামের ইছামতী ও ফুলজোড় নদীর তীরবর্তী চরাঞ্চলে জমি গুলো দীর্ঘদিন ধরে অনাবাদি অবস্থায় পড়ে ছিল। স্থানীয় তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ বিভাগ অনাবাদি জমি গুলোতে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে।
তুলা উন্নয়ন বোর্ডের উপ-সহকারী কর্মকর্তা উজ্জল চন্দ্র বলেন, তুলা চাষে কৃষকদের শুধু উৎসাহিত কর হয়নি, তাদের সার, বীজ, কীটনাশক সহ নানামুখী প্রণোদনা দেয়া হচ্ছে। বারইভাগ গ্রামের তুলা চাষী শহিদুল ইসলাম বলেন, গত বছরে ১ বিঘা জমিতে তুলা চাষ করে ভালো ফলন পেয়েছি। তাই এ বছরও ২ বিঘা জমিতে তুলা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে তুলা চাষ করতে ৫-৬ হাজার টাকা ব্যয় হয়। ফলন হয় বিঘা প্রতি ১০-১২ মন তুলা, যার বাজার মুল্য ৩৫-৪০ হাজার টাকা। কাজেই লাভজনক হওয়ায় তুলা চাষে কৃষকরা ঝুঁকে পড়েছে।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, তুলা চাষে প্রধান ভুমিকায় রয়েছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, পাশাপাশি আমরা কৃষকদের নানা মুখি সহযোগীতা দিয়ে আসছি।’