নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে (২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-সিলকো ফামাসিউটিক্যাল লিমিটেড, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড, জিপিএইচ ইস্পাত, বিডি থাই অ্যালুমিনিয়াম, রিং শাইন টেক্সটাইল, জুট স্পিনার্স লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, এফএএস ফাইন্যান্স লিমিটেড এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। অন্যদিকে বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা ডাইং লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বিডি থাই অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
রিং শাইন টেক্সটাইলের পর্ষদ সভা আগামী ২৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
জুট স্পিনার্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৭ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা আগামী ২৮ নভেম্বর বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এফএএস ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৯ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।