স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছিল ভারতে। তবে এবার নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
রোববার (৪ ডিসেম্বর) আগামী টি-টেয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে করণীয় নির্ধারণ করতে বোর্ড সভায় বসেছিল বিসিবির ১৭ পরিচালক। সেই সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এক ইমেইলে ‘নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাবে না বাংলাদেশ’ এ কথা জানিয়েছে বিসিবি।
আইসিসিতে চিঠি প্রেরণ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, আইসিসির কাছে চিঠি দেয়া হয়েছে।
চিঠির ভাষ্য কী? উত্তরে নাজমুল আবেদিন ফাহিম সরাসরি কিছু বলতে অনীহা প্রকাশ করেন। শুধু বলেছেন, বিসিবি থেকে একটি প্রেস রিলিজ দেয়া হচ্ছে, তাতেই সব বিস্তারিত উল্লেখ থাকবে।
বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা? এই কথা কি আছে? তার উত্তরে বিসিবি পরিচালক ফাহিমের জবাব, আমরা বিকল্প চেয়েছি। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানতে পারবেন বিসিবির ভাষ্য কী?
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও জানান যে, বিসিবির দেয়া চিঠিতে মোস্তাফিজের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা দাবি করার কথাটি থাকছে না। বিশ্বকাপের আগে বিসিবি এটা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না।
মেইলে বিসিবি লিখেছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।
গত বছর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশ সফর বাতিল করে ভারত। সর্বশেষ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সেটি চূড়ান্ত রূপ নিয়েছে।
এর আগে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা।
সূচী অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আরও পড়ুন:
‘গোলামির দিন শেষ! বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না’


