নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ফিলিপাইনে নতুন একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) খুলবে। কোম্পানিটির নাম হবে- স্যামসন ফার্মা ইনক., ফিলিপিন্স।
সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন এই সহযোগী কোম্পানি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, স্যামসন ফার্মা ইনক., ফিলিপিন্স এ স্কয়ার ফার্মা ১০ লাখ ডলার (বর্তমান বিনিময় হারে প্রায় ১১ কোটি টাকা) বিনিয়োগ করবে। কোম্পানিটির প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হবে ২৫ লাখ ডলার বা প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকা এতে ঋণ-মূলধন অনুপাত হবে ৬০ঃ ৪০। অর্থাৎ বিনিয়োগের ৬০ ভাগ বা ১৫ লাখ ডলার ঋণের মাধ্যমে যোগান দেওয়া হবে।
স্যামসন ফার্মা ইনক., ফিলিপিন্স মূলতঃ ওষুধ বিতরণ ও বাজারজাতকরণের কার্যক্রম পরিচালনা করবে।
স্যামসন ফার্মা ইনক., ফিলিপিন্স আগামী বছরের (২০২৪) এপ্রিল নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে আশা করছে স্কয়ার ফার্মা।