মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

Posted on December 9, 2025

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুল ওয়াহেদ- চেয়ারম্যান, মতিন স্পিনিং মিলস পিএলসি।

সভায় আরও উপস্থিত ছিলেন- মো: আব্দুল জব্বার- ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আব্দুর রহিম রহিম- ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আবদুল কাদের-পরিচালক, সেলিনা পারভীন-পরিচালক, তানজিন খুরশিদ-পরিচালক, তাসলিমা বেগম-পরিচালক, মারিয়া হাওলাদার এফসিএ, স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান অডিট কমিটি, ব্যারিস্টার শামছুল হাসান- স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান এন.আর.সি, নিরীক্ষক- মোহাম্মাদ মোতালেব হোসেন, এফসিএ, পাটনার এ কাশেম এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এন্ড এসোসিয়েট (স্কুটাইনিজর) এর প্রধান নির্বহী, এ.কে.এম হারুনর রশিদ এফসিএস এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস- চীফ ফাইনেন্সিয়াল অফিসার। উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব, মোঃ শাহ আলম মিয়া, এফসিএস।

শেয়ারহোল্ডাররা সভায় ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন ২০২৪-২৫ অর্থ বছরের জন্য।