

সিরাজগঞ্জ প্রতিনিধি: নিষ্ক্রিয় নেতাদের মাঠে নামাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ কে গ্রেপ্তার করেছে (ডিবি’) পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার (১৯ নভেম্বর’) রাতে সিরাজগঞ্জ পৌরসভার জুবলী বাগান এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ না নেওয়া জেলা ও উপজেলা পর্যায়ের দলের ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় নেতাদের মাঠে নামাতে ফেসবুকে সতর্কবার্তা জারি করে জেলা বিএনপি। যা দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বার্তা প্রেরক হিসেবে রোববার (১৯ নভেম্বর’) সন্ধ্যার পর নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিএনপির ১৮টি ইউনিটের নেতারা এখনো এক দফা আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হন নাই, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন করবেন না, বরং বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বলেন, নাশকতার মামলায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।