কর্পোরেট ডেস্ক : সারাবিশ্বে এখনও একবৃহৎ জনসংখ্যা সঠিক টয়লেট ব্যবস্থার সুবিধায় নেই। আবার, টয়লেটের সঠিক ব্যবহার নিয়েও সংকট পরিলক্ষিত হয় বিশ্বব্যাপী। বিশেষ করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রাত্যহিক জীবনে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবহার ও সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের প্রয়োজনীয়তা এবং সুবিধা সম্পর্কেও সবাই সচেতন নয়।
এই জাতীয় সচেতনতা বৃদ্ধি, সঠিকভাবে টয়লেট ব্যবহারের নিয়ম কানুন এবং নিজের ও পরিবার থেকেই পরিবর্তনের শপথ নিয়ে পথ চলার বিভিন্ন কার্যক্রম নিয়ে হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনার উদ্যাপন করলো “জরুরি খুব জরুরি দরকার – টয়লেটের সঠিক ব্যবহার” শীর্ষক বিশেষ এক আয়োজন।
প্রাইভেট ও পাবলিকপ্লেসের টয়লেটের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুরক্ষায় নিজেদের সার্বিক ভূমিকা নিয়ে আলোকপাত করা হয় পুরো আয়োজনে।বিশেষ এই কার্যক্রম নিয়ে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকল আমীন বলেন, “ঘরে বা বাইরে টয়লেট যখন যেখানেই ব্যবহার করি না কেন, নিজেদের উদ্যোগে-নিজেদের অভ্যাসের মধ্য দিয়েই যেন তা পরিচ্ছন্ন রাখি। আমরা চাই নিরাপদ ও সুরক্ষিত টয়লেটের সাথে এগিয়ে যাবে বাংলাদেশ।”
সুপ্রতিষ্ঠিত ও জননন্দিত মিডিয়া ব্যক্তিদের স্বতঃফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় ক্যাম্পেইনটি কেন্দ্র করে। পাশাপাশি এ আয়োজনের সাথে একাত্ম থাকেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গও।
হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনার আয়োজিত “জরুরি খুব জরুরি দরকার – টয়লেটের সঠিক ব্যবহার” শীর্ষক ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন পাবলিক টয়লেট পরিষ্কারের পাশাপাশি সুষ্ঠু ও সঠিক নিয়মে পাবলিক ও প্রাইভেট টয়লেটের ব্যবহার নিয়ে জনসচেতনতামূলক লিফলেট ও ব্যানারের প্রচারণা সম্পন্ন হয়। টয়লেটের সুরক্ষা নিশ্চিত করণে সবজায়গায় সবসময় যেন নিজেরা সর্বোচ্চ তৎপর থাকি, তাই নিয়ে হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের এই সচেতন তামূলক কার্যক্রম।