স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকা ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজসহ সর্বোচ্চ ২ কোটি টাকার ভিত্তিমূল্যে মোট ৪৫ জন খেলোয়াড়ের জায়গা হয়েছে। এরমধ্যে মাত্র দু’জন ভারতের। তারা হলেন- ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই।
এখন পর্যৗল্প আইপিএলে পাঁচ দলে খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মৌসুমে খেলেছিলেন তিনি।
আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আইপিএলে নিজের প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ঐ আসরে শিরোপা জিতেছিল হায়দারাবাদ।
দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে ঐ আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মুস্তাফিজ।
আরও পড়ুন:
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, সিলেটে হবে উদ্বোধনী ম্যাচ


