![]() |

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। যার কণ্ঠে বরাবরই প্রেম, ব্যথা ও প্রার্থনার সুর উঠে এসেছে। যার সুরে মেতে উঠেছে একটি প্রজন্ম। আর দুর্দান্ত সব গানের কারণে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মনির খান। এ তারকা সংগীতের প্রতি যেমন ভীষণ অনুরাগী, একইভাবে সক্রিয় রাজনীতিতে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়।
মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে সেরকমটি হয়নি। সেখানে দেওয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক।
সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন মনির খান।
ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইলো।
এর আগে একবার মনোনয়ন চেয়ে না পাওয়ার অভিজ্ঞতার মুখে পড়েছিলেন মনির খান। ওই সময় অভিমানও দেখিয়েছিলেন তিনি। কিন্তু এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকলেও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। যা এখন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া শিল্পীকে।
সোমবার (৩ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন মনির খান https://corporatesangbad.com/525964/ |