January 18, 2025 - 11:06 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

spot_img

এস.এম.দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ২৪ কোটি ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় মাদারীপুরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ও মাদারীপুর পৌ চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেটেরও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যুক্ত হয়ে এ টার্মিনালের উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আল আমিন সরকার, মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের ২১ অক্টোবর মাদারীপুরের পাকদী মৌজায় তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ৩১ ডিসেম্বর। কয়েক দফা সময় বাড়িয়ে পৌর কর্তৃপক্ষকে ২০২২ সালের ৩০ এপ্রিল টার্মিনালটি বুঝিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে পাকিং জোনের পাশাপাশি শ্রমিকদের জন্য হলরুম ও ওয়াশরুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

এতে আলাদা প্রবেশ-বহির্গমন পথ, যাত্রীদের জন্য বিশাল ওয়েটিং লাউঞ্জ-এর ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনে রয়েছে গ্রিনজোন। নির্মাণ শেষ হওয়ার দেড় বছর পরও বাস টার্মিনালটি উদ্বোধন হওয়ায় খুশি যাত্রী, চালক ও এলাকাবাসী। এতে দুর্ঘটনা অনেকাংশে কমবে বলে প্রত্যাশা তাদের।

ঢাকাগামী যাত্রী হোসনেআরা হিমু বলেন, আগে সড়কের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গাড়িতে উঠতে হতো, এখন সেটার প্রয়োজন হবে না। বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে উন্নতমানের বাথরুমও। এই বাস টার্মিনালের পরিবেশটাও সুন্দর। পরিবহন চালক আলমগীর হোসেন বলেন, যানজটের ভোগান্তি কমাতে বাস টার্মিনালের বিকল্প নেই। যাত্রীরা স্বাচ্ছন্দে পছন্দমতো গাড়িতে এখান থেকে উঠতে ও নামতে পারছে।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পদ্মা সেতু চালুর পর জেলায় যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। এই আধুনিক বাস টার্মিনাল উদ্বোধনের ফলে একসাথে দেড়শো গাড়ি পার্কিং করা যাবে। এতে সড়কে কমবে ভোগান্তি, অন্যদিকে হ্রাস পাবে দুর্ঘটনা।

অনুষ্ঠান শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, শুধু মাদারীপুর জেলাতেই নয়, দেশব্যাপী যে উন্নয়ন কর্মকান্ড গত ১৫ বছরে হয়েছে, এটা দেখেই দেশের জনগন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। এই পৌর বাস টার্মিনাল উদ্বোধনের মধ্য গিয়ে জেলা আরো একধাপ এগিয়ে গেলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির আগেই পদত্যাগ করলেন পোথাস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। মূলত পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পোথাস...

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে বলে...

মৌলভীবাজারে যানবানহন নিয়ন্ত্রণে রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নততর হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ...

ভাবি হত্যার ৯ ঘন্টার মধ্যে দেবর গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার ৯ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মঞ্জুর মিয়াকে (৪২) গ্রেপ্তার...

শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী-শ্বাশুড়িকে ছুরিকাঘাত: স্ত্রী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরিকাঘাত করেছে বখাটে স্বামী শওকত হাসান মেহেদী (২৩)।...

নোয়াখালীতে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের...

গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আগামী পাঁচ থেকে সাত বছরে গাজার বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে কমপক্ষে ১০ বিলিয়ন ডলার বা আরও বেশি অর্থের...

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত চাওয়া হয়েছে। এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে...