![]() |

স্পোর্টস ডেস্ক : তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৫ অক্টোব বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজটি শুরু হবে ১৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিন ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে সেই সফরে উল্টো ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ https://corporatesangbad.com/520831/ |