![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২২ মে, ২০২৫ তারিখে ব্যাংকের সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেমের সদস্যদের নিবন্ধনে নাম থাকা শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্টে বোনাস শেয়ার জমা করা হয়েছিল এবং ভগ্নাংশ বোনাস শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ যথাসময়ে প্রতিটি শেয়ারহোল্ডারের ব্যাংক অ্যাকাউন্টে (বিইএফটিএনের মাধ্যমে) জমা করা হবে। কর্পোরেট অ্যাকশন/বিইএফটিএন ব্যর্থতার কারণে, ভুল বিও আইডি, ভুল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, অথবা অন্যান্য কারণে, বোনাস শেয়ার অথবা ভগ্নাংশ বোনাস শেয়ার থেকে প্রাপ্ত অর্থ এখনও পাননি এমন শেয়ারহোল্ডারদের তাদের নিজ নিজ ডিপোজিটরি অংশগ্রহণকারীদের এবং এমটিবি শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের লভ্যাংশ বিতরণ https://corporatesangbad.com/517115/ |