পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ২৯ কোটি ৫৪ লক্ষ ৪৭ হাজার ৫৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৮৯ কোটি ৬৮ লাখ ১ হাজার ৪৬৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৫.৫৮ পয়েন্ট বেড়ে ৫১৩২.৪৮ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৯০ পয়েন্ট বেড়ে ১৯৩৬.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৭৪ পয়েন্ট বেড়ে ১১১৯.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, সী পার্ল বীচ, তৌফিকা ফুড, বিএসসি, জিপি, খান ব্রাদার্স পিপি, বিএটিবিসি, প্রাইম ব্যাংক, বীচ হ্যাচারী ও বেস্ট হোল্ডিংস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রহিমা ফুড, বিবিএিস ক্যাবলস, একমি পেস্টিসাইড, দেশ গার্মেন্টস, বিবিএস, জেএমআই সিরিঞ্জ, বেস্টস হোল্ডিংস, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং ও ইন্দো-বাংলা ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, পিপলস লিজিং, রূপালী ব্যাংক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এশিয়া প্যাসিফিক জে. ইন্স্যুরেন্স, তুংহাই নিটিং, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক ও এসিআই।


