পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০২টি কোম্পানির ২৬ কোটি ৮০ লক্ষ ২ হাজার ৩২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ১৫২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৬০ পয়েন্ট কমে ৫০৬৬.৪৪ ডিএস-৩০ মূল্য সূচক ০.০৫ পয়েন্ট কমে ১৯০৮.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১১ পয়েন্ট বেড়ে ১১০৩.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, তৌফিকা ফুড, সী পার্ল বীচ, সিটি ব্যাংক, বীচ হ্যাচারী, ইস্টার্ন লুব্রিকেন্টস, কাসেম ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার ও টেকনো ড্রাগ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরামিট লি., জেমিনী সী ফুড, কাসেম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, জিকিউ
বলপেন, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., ইবিএল ১ম মি. ফা., সমতা লেদার, বিডি অটোকারস ও স্যালভো ক্যামিকেল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফ্যমিলিটেক্স, রূপালী ব্যাংক, পেনিনসুল চিটাগং, দেশ গার্মেন্টস, তৌফিকা ফুড, এবি ব্যাংক, ভিএফএস থ্রেড, এসকে ট্রিমস, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউসিবি।


