পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মাঝে বিতরণ সম্পন্ন করেছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। এর মধ্যে ১২.৫ শতাংশ নগদ ও ১২.৫ শতাংশ স্টক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৯৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.৭৩ টাকা, ২০২২ সালে আয় ছিল ৪.০২ টাকা, ২০২১ সালে ছিল ৩.৯৩ টাকা ও ২০২০ সালে ছিল ৩.৩৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৪৪.১১ টাকা যা ২০২৩ সালে ছিল ৪১.৩৬ টাকা, ২০২২ সালে ছিল ৪০.৮৬ টাকা, ২০২১ সালে ছিল ৪১.০৮ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.৬৩ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১২.৫ শতাংশ নগদ ও ১২. শতাংশ স্টক, ২০২৩ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৭ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৪৪৯৯ কোটি ৬ লাখ টাকা।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৬.১৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৪.১০ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩২.৫২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.২১ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩৩.১০ টাকা থেকে ৫৮.৯০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৫৮.৭ টাকা ও আজকের ওপেনিং দর ছিল ৫৯। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


