![]() |

বিনোদন ডেস্ক : মাত্র কয়েক মাস হল সংসার পেতেছেন কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক। তাঁদের নতুন জীবনের কিছু ঝলক মাঝে মাঝেই পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি একসঙ্গে একটি নাচের ভিডিও ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছিলেন অভিনেতা। তার পরেই নায়কের আচমকা একটি লেখায় দানা বেঁধেছে অনেক সন্দেহ। খুবই ছিমছাম ভাবে শার্লির সঙ্গে আইনি বিয়ে সারেন অভিষেক। নতুন বিয়ের গন্ধ এখনও যায়নি। এর মধ্যেই নায়ক সাদা কালো একটি ছবি পোস্ট করে লিখেছেন, "কোনও কারণে যদি মন ভাঙে, তা অনেক সময় আপনার চোখ খুলে দেয়।"
এই লেখা পড়ে অনেকের মনে অনেক প্রশ্ন জন্মেছে। কেউ কেউ আবার সম্পর্ক ভাঙার আঁচ করেছেন। ভাবছেন, এই বুঝি শার্লির সঙ্গে সংসার ভাঙল। সত্যি কী? তা এখনও খোলসা করেননি নায়ক।
সূত্র বলছে, বাকি অভিনেতাদের মতো তিনিও নতুন কোনও ব্যবসা শুরু করতে চলেছেন। বিয়ের পর কি নায়ক উপলব্ধি করলেন শুধু অভিনয় নয় পাশাপাশি অন্য রোজগারের পথ থাকাও জরুরি। তাই কি এই পোস্ট করেছেন? যেখানে ক্যাপশনে লেখা, "বিশেষ কিছু আসতে চলেছে।" অর্থাৎ সম্পর্ক ভাঙার সঙ্গে আদপে কোনও সংযোগ নেই তা আন্দাজ করা যায়।
প্রসঙ্গত, ২৯ এপ্রিল ২০২৫ তারিখে বিয়ে করেন অভিষেক ও শার্লি। বিয়ের পর অভিষেক জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’-তে কাজ শুরু করেন, আর শার্লি অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। কর্মজীবনে তারা ব্যস্ত থাকলেও ব্যক্তিজীবনের এই বার্তা অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই মুহূর্তে তারা মুখ না খুললেও তাদের পোস্ট যে এক অদ্ভুত ইঙ্গিত দিচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে সম্পর্কের ভবিষ্যৎ কী, তা সময়ই বলে দেবে।
সূত্র-আনন্দবাজার।
আরও পড়ুন:
ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা, মারধর-অ্যাসিড নিক্ষেপের অভিযোগ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এপ্রিলে বিয়ে, জুলাইয়েই বিচ্ছেদের গুঞ্জন তারকা দম্পতির https://corporatesangbad.com/516392/ |