![]() |

বিনোদন ডেস্ক: বিয়ে মানেই জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কিন্তু বলিউড তারকা আমির খানের জন্য নিজের বিয়ের দিনটা হয়ে উঠেছিল অন্যতম খারাপ দিন। আর এর পেছনে দায়ী ছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আমির জানান, তাঁর প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ মুক্তির আগেই প্রেমিকা রীনা দত্তকে আইনি মতে বিয়ে করেছিলেন। রীনার পরিবার সে সম্পর্ক মেনে নেয়নি, তাই পালিয়ে গিয়ে বিয়ে করেন তাঁরা। সেই বিয়ের দিনটিই নষ্ট হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য।
আমির বলেন, “বিয়ের পরে যখন বাড়ি ফিরি, তখন মনে হয়েছিল, যেন কিছুই হয়নি। কেউ কিছু জানেও না। ভেবেছিলাম সবাই প্রশ্ন করবে, ‘কোথায় ছিলে এতক্ষণ?’ কিন্তু কেউ কিছুই জিজ্ঞেস করল না। সবাই ব্যস্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। আর ম্যাচের সেই শেষ মুহূর্তটা ছিল সবচেয়ে কষ্টের। আমরাই জিতছিলাম, কিন্তু শেষ বলে জাভেদ মিয়াঁদাদ ছয় মারলেন। আর তাতেই সব শেষ! আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম।"
পরবর্তীতে এক ফ্লাইটে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হয়েছিল আমির খানের। সেখানেই খানিকটা রসিকতার ভঙ্গিতেই নিজের দুঃখের কথা জানান তিনি। আমি বলেছিলাম, "জাভেদ ভাই, আপনি একদম ঠিক করেননি। আমার বিয়েটা আপনি বরবাদ করে দিয়েছেন। জাভেদ ভাই তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘কীভাবে?’ আমি বললাম, ‘ওই ছক্কার জন্যই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম।"
প্রসঙ্গত, রীনা দত্তর সঙ্গে আমির খানের সেই বিয়ে ভাঙে ২০০২ সালে। এরপর কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে করেন আমির। সেই বিয়েও শেষ অবধি ভাঙে। সম্প্রতি নিজের জন্মদিনে তাঁর বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে পরিচয় করান আমির। তবে তিনি আর বিয়ের পিঁড়িতে বসতে চান না বলেই জানান সুপারস্টার। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
হাসপাতালে ফরিদা পারভীন, আর্থিক সাহায্যের প্রয়োজন নেই জানালেন ছেলে
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| পাকিস্তানি ক্রিকেটারের জন্য ‘বরবাদ’ হয়েছিল আমিরের বিয়ে! https://corporatesangbad.com/516136/ |