ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা

Posted on July 1, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় ডেঙ্গু শনাক্তে ব্যবহৃত তিন ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় অধিদফতরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসই-এর জন্য সর্বোচ্চ ৩০০ টাকা নেয়া যাবে। অন্যদিকে আইজিজি ও আইজিএম- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া সিবিসি পরীক্ষায় গুনরেত হবে ৪০০ টাকা।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এরপরও বাড়তি ফি নেয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য প্রযোজ্য হবে। নির্দেশনা কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।