![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২২ কোটি ৩০ লক্ষ ৪৪ হাজার ৪২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ৭০৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬.৯৫ পয়েন্ট বেড়ে ৪৮৩৯.৭৮ ডিএস-৩০ মূল্য
সূচক ৩.৫৯ পয়েন্ট কমে ১৮১৬.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৩৭ পয়েন্ট বেড়ে ১০৬১.৪৮
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, বীচ হ্যাচারী, স্কয়ার ফার্মা, তৌফিকা ফুড,
সী পার্ল রিসোর্টস, লিগেসী ফুটওয়ার, ড্রাগন সুয়েটার, বিএটিবিসি, বিএসসি ও এশিয়াটিক ল্যাব।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামিক ব্যাংক, এইচআর টেক্স, দেশবন্ধু পলিমার, সেন্ট্রাল ইন্সুঃ, ডিবিএইচ ১ম মি. ফা., এবি ব্যাংক, ফিনিক্স ইন্সুঃ, এলআর গ্লোবাল মি. ফা-১, ইসলামিক ফাইন্যান্স ও এনআরবিসি ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আমান কটন ফেব্রিকস, নিউলাইন, ইয়াকিন পলিমার, ওয়েস্টার্ন মেরিন
শিপইয়ার্ড, সমতা লেদার, বিডি ল্যাম্পস, রহিম টেক্সটাইল, জিআইবি, স্টাইলক্র্যাফট ও বীকন ফার্মা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৪৯৪ কোটি টাকা https://corporatesangbad.com/515340/ |