![]() |

বিনোদন ডেস্ক: বলিউডের সবচেয়ে আবেগী সঙ্গীতশিল্পীর কথা বললেই যে নাম এখন সবার প্রথমে মনে আসে তিনি অরিজিত্ সিং। লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। তবে আবারও তিনি খবরের শিরোনামে।
জানা গেছে, তিনি দুই ঘণ্টার কনসার্ট পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নেন ১৪ কোটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই দাবি করেছেন সঙ্গীতশিল্পী রাহুল বৈদ্য। রাহুল বৈদ্য অরিজিতের সঙ্গীত প্রতিভা এবং তাঁর মাটির কাছাকাছি থাকার এই স্বভাবের প্রশংসা করেছেন।
বিশ্বের অন্যতম সেরা শিল্পী
অরিজিত্ সিংয়ের এই পারফরম্যান্স ফি তাঁকে শুধু ভারতীয় শিল্পীদের মধ্যেই নয়, বরং বিশ্বের অন্যতম দামি সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনি এত বিশাল সাফল্যের মধ্যেও অত্যন্ত গোপনীয় এবং সাধারণ জীবনযাপন করেন।
অরিজিতের জীবনের সাফল্য
অরিজিত্ সিংয়ের আনুমানিক মোট সম্পত্তি ৪১৪ কোটি এবং তিনি মুম্বাইতে ৮ কোটির একটি বিলাসবহুল বাড়ির মালিক। তাঁর গাড়ির সংগ্রহের মূল্য ৩.৪ কোটি, যার মধ্যে একটি রেঞ্জ রোভার এবং একটি মার্সিডিজ রয়েছে। কোকা-কোলা এবং স্যামসাংসহ বিশ্বের ২ শীর্ষ ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও মুখ।
ইউকে স্টেডিয়ামে ইতিহাস রচনা
অরিজিত্ সিং ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এক মহাকাব্যিক কনসার্টে অংশগ্রহণ করবেন। এটি হবে তাঁর প্রথম ইউকে স্টেডিয়াম কনসার্ট এবং তাঁর বছরের একমাত্র ইউরোপ কনসার্ট। তাঁর পূর্ববর্তী ইউকে কনসার্ট ২০২৪ সালে ওটু অ্যারেনা-তে ছিল, যা ছিল এক সাফল্যের মাইলফলক। ওই কনসার্টে অরিজিতের সঙ্গে মঞ্চে আসেন বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী এড শিরান, যাদের ডুয়েট পারফরম্যান্স ছিল এক অপ্রত্যাশিত চমক।
স্ট্রিমিং প্ল্যাটফর্মে রেকর্ড
অরিজিত সিং সম্প্রতি স্পটিফাই-এ রেকর্ড করেছেন, যেখানে তাঁর ফলোয়ার সংখ্যা ১৪০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা সবচেয়ে বেশি। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন ইংরেজি ভাষায় গান না গেয়েই—যা তাঁকে অন্য অনেক বিশ্বস্তর সঙ্গীতশিল্পীদের থেকে আলাদা করে তোলে।
একের পর এক হিটের মধ্য দিয়েই অরিজিত্ সিংয়ের কণ্ঠের যাদু বলিউডের অমূল্য সঙ্গীত সম্পদ হয়ে দাঁড়িয়েছে। তাঁর গান “তুম হি হো” (আশিকী ২), “চান্না মেরেয়া” (এ্যায় দিল হ্যায় মুশকিল) থেকে শুরু করে “কেসরিয়া” (ব্রহ্মাস্ত্র), “ফির লে আয়া দিল” (বরফি!)—এগুলো আর শুধু জনপ্রিয় গান নয়, সারা বিশ্বের প্রেমিকদের হৃদয়ের সুর হয়ে গেছে। তাঁর কণ্ঠের আবেগে যেকোনো অনুভূতি প্রতিফলিত হয়—হোক সেটা প্রেম, দুঃখ বা আনন্দ—এক কথায় তাঁকে ছাড়া এখন বলিউডের গান অসম্পূর্ণ।
অরিজিত্ সিং আজ শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক অমর স্থান অধিকার করে রেখেছেন। তাঁর প্রতিভা এবং সাফল্য শুধুমাত্র তাঁর কণ্ঠে সীমাবদ্ধ নয়, বরং তাঁর জীবনযাপন এবং মনোভাবেও তা প্রতিফলিত হয়। তাঁর গানের মাধ্যমেই তিনি সবাইকে এক করে রেখেছেন এবং বিশ্বমঞ্চে তাঁর অবস্থান আরও শক্তিশালী হয়েছে। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
খাল থেকে মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, প্রেমিক আটক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বিশ্বের অন্যতম দামি শিল্পী অরিজিত্, ২ ঘণ্টায় পারিশ্রমিক ১৪ কোটি! https://corporatesangbad.com/514113/ |