বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দিবাগত রাতে নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাপ্পী চৌধুরী বলেন, গত রোববার দিবাগত রাত ১২ টার দিকে তিনি নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।