পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২২ কোটি ৮০ লক্ষ ৪৯ হাজার ৮৫৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৪ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৪১৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯.২৮ পয়েন্ট বেড়ে ৪৯২১.৫৬ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯৫ পয়েন্ট কমে ১৮১৫.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৬২ পয়েন্ট বেড়ে ১০৭৫.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এনআরবি ব্যাংক, বীচ হ্যাচারী, বিপিপিএল, এবি ব্যাংক ১ম মি. ফা., মিডল্যান্ড ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, সিটি ব্যাংক, বিএসসি, খান ব্রাদার্স পিপি ও তৌফিকা ফুড।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নরদার্ন ইন্সুঃ, খান ব্রাদার্স পিপি, এসবিএসি ব্যাংক, আইএফআইসি ইসলামি মি. ফা-১, ইউসিবি, ক্রিস্টাল ইন্সুঃ, ফারইস্ট কেমিক্যাল, এনআরবিসি ব্যাংক, প্রাইম ইন্সুঃ ও সিএপিএম আইবিবিএল মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বে-লিজিং, বারাকা পাওয়ার, প্রিমিয়ার লিজিং, মেট্রো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ, শাইনপুকুর সিরামিকস, জিএসপি ফাইন্যান্স, তসরিফা ইন্ডাঃ ও এসআলম কোল্ড রোল্ড।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫২৯২৯৫০৪৬০৭৮.০০।


