পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ১৮৯ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে নর্দান ইসলামি ইন্সুরেন্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৯ দশমিক ৮৮ শতাংশ বা ৮০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ৪০ পয়সা বেড়ে হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ১ টাকা বেড়ে হয়েছে ১১ টাকা ৫০ পয়সা, ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ টাকা ৭০ পয়সা বেড়ে হয়েছে ৪২ টাকা ৬০ পয়সা, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ টাকা ৯০ পয়সা বেড়ে হয়েছে ২২ টাকা ৭০ পয়সা, এনআরবিসি ব্যাংক পিএলসির ৭০ পয়সা বেড়ে হয়েছে ৮ টাকা ৫০ পয়সা, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ টাকা ৪০ পয়সা বেড়ে হয়েছে ২৯ টাকা ৮০ পয়সা এবং সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ডের ৮০ পয়সা বেড়ে হয়েছে ১০ টাকা ১০ টাকায়।


