দোকানে বসে গল্প করার সময় ছুরিকাঘাতে নিহত ১, ঘাতক গ্রেফতার

Posted on May 6, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছুরিকাঘাতের এ ঘটনায় ঘাতক চুন্নু মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৫ মে) রাত ৯টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন লবণকোঠা গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন রতন। হঠাৎ করে চুন্নু মিয়া দৌড়ে এসে তার হাতে থাকা ছুরি দিয়ে রতনের পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে চুন্নু মিয়া রতনকে ছুরিকাঘাত করেছেন সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

হত্যার পর চুন্নু নিজের ভাড়া বাসায় আত্মগোপন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’