পুঁজিবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ এপ্রিল) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৪ কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৯৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৪ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৬৪২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৫.৫৫ পয়েন্ট কমে ৫১৬৯.৬৮ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৯৩ পয়েন্ট কমে ১৯১১.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৭৪ পয়েন্ট কমে ১১৬৬.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিক্স, বীচ হ্যাচারী, মালেক স্পিনিং, আলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন ও এবি ব্যাংক ফার্স্ট মি. ফা.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইস্টার্ন ক্যাবলস, ওয়াটা কেমিক্যাল, হাইডেলবার্গ মেটারিয়েলস, এম্বী ফার্মা, মুন্নু এগ্রো, আরামিট, মালেক স্পিানং, প্রিমিয়ার সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস ও আনোয়ার গ্যালভানাইজিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আল-হাজ¦ টেক্সটাইল, প্রাইম ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, ফনিক্স ফাইন্যান্স, এসআলম কোল রোল্ড, ফারইস্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., খান ব্রাদার্স পিপি, পিএইচপি ফার্স্ট মি. ফা. ও পপুলার লাইফ ফার্স্ট মি ফা.।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬৯৩২৬৩৭৯৪০৫০.০০।