কর্পোরেট সংবাদ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে (চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে) ফেরি চলাচল শুরু হয়েছে। এতে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর।
সোমবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এই ফেরি চলাচলের উদ্বোধন করেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মূল ভূখণ্ড থেকে ১৭ কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। এতে চরম ভোগান্তিতে পড়তে হতো বাসিন্দাদের। ছোট-বড় নৌযানে জীবনে ঝুঁকি নিয়ে কোনোভাবে সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ভাটার সময় দীর্ঘ কাঁদা পথ মাড়িয়ে তীরে উঠতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো।
প্রায় চার লাখ মানুষ অধ্যুষিত সন্দ্বীপ উপজেলার সাথে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু টেকসই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে চট্টগ্রাম শহরে যাতায়াতে নিত্য ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হতে হয় সেখানকার বাসিন্দাদের।
এই রুটে যাত্রী বহনকালে ট্রলার ও স্পিড বোট দুর্ঘটনায় বিভিন্ন সময় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। ফেরী সার্ভিস চালু হওয়ায় খুশী এলাকাবাসী। এখন তারা সরাসরি বাস ও প্রাইভেট গাড়িতে যাতায়াত করতে পারবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত এই ফেরি চলাচল করবে।