![]() |
পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৯ কোটি ৫৯ লক্ষ ৬৩ হাজার ৪৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৫কোটি ১৬ লাখ ৩৩ হাজার ১৫৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৬.৫১পয়েন্ট কমে ৫২০৫.৪৪ ডিএস-৩০ মূল্য সূচক ৬.০১পয়েন্ট কমে ১৮৮৮.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৪৭ পয়েন্ট কমে ১১৬১.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাঃ, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুড, বিপিএমএল, বীচ হ্যাচারী, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও বিডি থাই।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মোশারফ হোসেন স্পিনিং, বিপিএমএল, ইবিএল ১ম মি. ফা., এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফু-ওয়াং সিরামিকস, গ্লোবাল ইন্সুঃ, ইআইএল, সাউথইস্ট ব্যাংক, বেঙ্গল উইন্ডসোর ও শাইনপুকুর সিরামিকস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এনবিএল, রবি আজিয়াটা, মাগুরা মাল্টিপ্ল্যাক্স পিএলসি, ডিবিএইচ ১ম মি. ফা., এমবিএল ১ম মি. ফা., প্রাইম ব্যাংক ১ম আইসবি এএমসিএল মি. ফা., কাশেম ইন্ডাঃ, এসআইসিএল, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ ও তাক্কাফুল ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭২৯৬১৪৪৭৬৫৮৮.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনে লেনদেন শেষ https://corporatesangbad.com/506353/ |