চালককে খুন করে মিশুক ছিনতাই, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

Posted on March 13, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় টুটুল আহমেদ (২৭) নামের এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং দাম্পত্য জীবনে দেড় বছর বয়সী ছেলে সন্তানের জনক।তিনি গাজীপুরের ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে।

নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা বলেন, গতরাতে (বুধবার) ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল বাড়ি থেকে তার মিশুক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখেন টুটুল খুন হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুকটি ছিনতাই করা হয়েছে। তবে ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।