December 16, 2025 - 7:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতহাইকোর্টের নির্দেশে আইসিএসবিতে মব ভায়োলেন্স প্রতিরোধ!

হাইকোর্টের নির্দেশে আইসিএসবিতে মব ভায়োলেন্স প্রতিরোধ!

spot_img

নিজস্ব প্রতিবেদক : গতকাল সোমবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের চেম্বার জর্জ আদালতে একটি রিট পিটিশনের আদেশের বিরুদ্ধে (রিট পিটিশন নং-৩০৯৭/২০২৫) আপিল শুনানিতে ২ নম্বর আইটেমে থাকা সিভিল মিস পিটিশন নাম্বার ১৮৮/২০২৫ শুনানির জন্য ছিল। শুনানি শেষে চেম্বার কোর্ট আপিল আবেদনটি রিজেক্ট করে নো অর্ডার দেন। ফলে ২৪-০২-২০২৫ তারিখে রিট পিটিশন ৩০৯৭/২০২৫ এর উপর দেওয়া হাইকোটের আদেশ বহাল থাকলো। অর্থাৎ মোহাম্মদ আসাদউল্লাহ, এফসিএস ফিরে পেলেন আইসিএসবির কাউন্সিল সদস্যপদ, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।

আপিল আবেদনের বাদি ছিলেন-সরকারে (সংশ্লিষ্ট উইং) এবং বিবাদী ছিলেন মোহাম্মদ আসাদউল্লাহ, এফসিএস। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন-অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ। বিবাদী পক্ষে ছিলেন-সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মো: আহসান এবং অ্যাডভোকেট মো: গোলাম কিবরিয়া, এফসিএস।

আপিল আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো: আশরাদুর রউফ কোর্টকে জানান, আপিল আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এখানে ল’ পয়েন্ট না থাকায় তাদের কোন সাবমিশন নাই। আপিল কোর্ট রাষ্ট্রপক্ষকে বলেন, সিনিয়দের কাছ থেকে ভালই শিখেছেন, অত:পর আপিল কোর্ট কোন আদেশ না দিয়ে আবেদনটি বাতিল করে দেন।

ফলে ২৪-০২-২০২৫ তারিখে দেওয়া হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আকরাম এইচ চৌধুরী এবং বিচারপতি কে.এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চের আদেশ বহাল থাকলো। ফলে ২৬-০১-২০২৫ তারিখে অনুষ্ঠিত আইসিএসবির জরুরী কাউন্সিল সভায় মোহাম্মদ আসাদউল্লাহ কাউন্সিল পদ শূণ্য ঘোষণার সিন্ধান্ত স্থগিত থাকলো। সেই সাথে বহাল থাকলো কাউন্সিল সদস্যপদ, এক্সিকিউটিভ কমিটি, স্ট্যান্ডিং কমিটি ও সাব কমিটিতে থাকা সকল পদ।

আপিল আবেদনের আদেশ প্রসঙ্গে মোহাম্মদ আসাদউল্লাহ, এফসিএস এর আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, এফসিএস কর্পোরেট সংবাদকে বলেন, আপিল কোর্টের এই আদেশ আইসিএসবির ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত/রেফারেন্স হয়ে থাকলো। যা পরবর্তী প্রজম্মের কাছেও একটি দিকনির্দেশনা হয়ে থাকবে, যেনো ভবিষ্যতে কেউ আইসিএসবির কাউন্সিলে আইনের ভুল ব্যাখ্যা করে কোন পক্ষের স্বার্থসিদ্ধীর অবৈধ সিন্ধান্ত নিতে না পারেন।

অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এফসিএস আরো বলেন, ইতিমধ্যে হাইকোর্টের আদেশের পরে সংশ্লিষ্ট সকলকে আইসিএসবির ২০২৫ সালের মেম্বারর্স ডিরেক্টরিতে মোহাম্মদ আসাদউল্লাহকে কাউন্সিল সদস্য এবং স্ট্যান্ডিং কমিটি ও সাব কমিটিতে তার সকল পদ ঠিক রেখে নতুন মেম্বারর্স ডিরেক্টরি ছাপানোর জন্য উকিল নোটিশ দিয়েছেন, যার মেয়াদও গতকাল সোমবার (১০ মার্চ) শেষ হয়েছে। এখন যদি দেখা যায় তারা মেম্বারর্স ডিরেক্টরি রি-প্রিন্ট না করে থাকে এবং মোহাম্মদ আসাদউল্লাহ, এফসিএস যদি তাকে মানহানির মামলা রুজু করতে বলেন তাহলে আগামী সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দাখিল করা হবে।

তিনি আরো বলেন, প্রেসিডেন্টের পদ দীর্ঘদিন শূণ্য দেখিয়ে আইসিএসবির কাউন্সিলের কার্যক্রম না চালিয়ে যত শীঘ্র সম্ভব নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য আরেকটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে এবং সেটির বাস্তবায়নও পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী কাউন্সিল মিটিংয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে আইসিএসবি’র সিইও এবং এসভিপি ও প্রেসিডেন্ট ইনচার্জ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য যে, গতকাল সোমবার (১০ মার্চ) আপিল কোর্টের নো অর্ডার আদেশের উপর বিবাদী পক্ষ মোহাম্মদ আসাদউল্লাহ, এফসিএস এর আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড নাহিদ সুলতানা গতকালই ‘ল’ ইয়ার্স সার্টিফিকেট” দিয়েছেন। ফলে আইসিএসবির বর্তমান কাউন্সিল ও নির্বাচন কমিশনের জন্য উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কোন বাধা থাকলো না, অর্থাৎ আইসিএসবির শূন্য ঘোষিত একটি কাউন্সিল পদে নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে যেতে কোন আইনগত বাধা নেই বলে নিশ্চিত করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, এফসিএস। তিনি আরো বলেন, হাইকোর্টের নির্দেশে আইসিএসবিতে মব ভায়োলেন্স প্রতিরোধ ও কাউন্সিলের সিন্ধান্ত স্থগিত হয়েছে।

এ বিষয়ে সিইও জাকির হোসেন বলেন, তিনি এরকম আদেশের বিষয়ে শুনেছেন কিন্তু মন্ত্রণালয়ে ফোন করলে তারা কোন আপিল করেননি বলে জানিয়েছেন। আর আইসিএসবির পক্ষ থেকেও কোন আপিল করা হয়নি বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...