পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে জানা যায়, কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মি. মো: হুমায়ুন কবির। রাবিবার (২ মার্চ) তিনি ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহন করেন।
এর আগে তিনি এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি মূলধন নিয়ে ২০২২ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৩৬ কোটি ২৮ লাখ ৬০ হাজার। রিজার্ভে রয়েছে ৫৪১ কোটি ১০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫৪.৪৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৪.৯৫ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০১ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩০.৫৫ শতাংশ শেয়ার।