স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
বৃষ্টিতে মাঠ ভিজে এতটাই নাজেহাল যে এদিন আর কোনোভাবেই ম্যাচ শুরু করা সম্ভব হবে না। যার কারণে দেড় ঘণ্টা না যেতেই খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন ম্যাচ অফিশিয়ালরা।
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দিনই থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। এদিকে, রাওয়ালপিন্ডির ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টি থামলেও দ্রুত বল মাঠে গড়ানো নিয়েও শঙ্কা ছিলো। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হলো।
আজ দুই দলেরই তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করলো জয় ছাড়াই। ম্যাচ না হওয়ায় দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। গ্রুপ ‘এ’ এর পয়েন্ট টেবিলে বর্তমানে ৩য় স্থানে আছে বাংলাদেশ। পাকিস্তান রয়েছে ৪র্থ স্থানে।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই এ ম্যাচটি ছিলো দু’দলের জন্যই নিয়মরক্ষার।
ভারত এবং নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ৬ এবং ৫ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে থেকে বিদায় ঘণ্টা বাজে টাইগারদের।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে হারের লজ্জা পায় স্বাগতিক পাকিস্তানও। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয় গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান।
তিন দশকের মধ্যে প্রথমবারের মত ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করতে নেমে সাফল্য পায়নি স্বাগতিক পাকিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে।
সম্প্রতি ওয়ানডেতে দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেটে জিতেছিলো টাইগাররা। এছাড়া গত পাঁচ বছরে মাত্র চার ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।