পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ১২৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫০ টাকা থেকে ৫১.২ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৫১.২ টাকা এবং সমাপনি দর ৫০ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৫২.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৫.৫ টাকা থেকে ৮৭ টাকার মধ্যে।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৫ দশমিক ৬৫ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪.১ টাকা থেকে ৪.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৪.৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ৪.৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৪.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩.৪ টাকা থেকে ৬.৩ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ১ টাকা বা ৪ দশমিক ৫৭ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২০.৬ টাকা থেকে ২১.৮ টাকার মধ্যে। গতকালের শেয়ারটির সমাপনি দর ছিল ২১.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২১.৮ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২০.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৪.৭ টাকা থেকে ২৪.৪ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল – নিউ লাইন ক্লোথিংসের ১১.২ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৫.৭ টাকা, হামি ইন্ডাস্ট্রিজের ১০৭.৫ টাকা, ইন্দো-বাংলা ফার্মার ১০.৭ টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ৬.২ টাকা, জেনারেশন নেক্সটের ৩.৩ টাকা এবং এমারেল্ড অয়েলের ২৩.২ টাকা।