পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৬ কোটি ৪৬ লক্ষ ৮৫ হাজার ৬৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৯১ কোটি ১৫ লাখ ২১ হাজার ১৮৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২.৪৩ পয়েন্ট কমে ৫১৮৯.৬২ ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৯ পয়েন্ট কমে ১৯১৩.৩৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৩৫ পয়েন্ট কমে ১১৫২.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: তৌফিকা ফুড, রবি অজিহাটা, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর কেমিক্যাল, আল-হাজ¦ টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লথিং, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক ও আরডি ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: তশরিফা ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিক, এশিয়ান টাইগার, এসবিএসি ব্যাংক, গোল্ডেন জুবিলী মি. ফা., এনসিসিবিএল মি. ফা.১, ভ্যানগার্ড এএমএলবিডি মি. ফা., বিবিএস, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ও প্রাইম ব্যাংক আইসিবি মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফারইস্ট ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং, ফার্স্ট ফাইন্যান্স, এনার্জি প্যাক পাওয়ার, বিআইএফসি, লুব-রেফ, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মা, পিপলস লিজিং ও বিডি অটোকারস।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৫৬৯৫৬১৬১৮৪৭.০০।