April 3, 2025 - 6:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমপটুয়াখালীতে উদ্যোক্তা মেলা ও লোক-কারুশিল্প মেলার নামে চলছে স্টল বাণিজ্য

পটুয়াখালীতে উদ্যোক্তা মেলা ও লোক-কারুশিল্প মেলার নামে চলছে স্টল বাণিজ্য

spot_img

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫ শুরু হয় ৫ ফেব্রুয়ারি। একত্রে দুটি মেলার জন্য স্টল তৈরি হয় ১০০টি কিন্তু স্টল বরাদ্ধ ও বন্ঠনে মানা হয়নি সঠিক নিয়ম।

পরিদর্শন করে জানা যায়, স্টল রয়েছে ১০০টি এছাড়াও মাঠের মধ্যে ভ্রাম্যমান স্টল রয়েছে আরো ১৫টি। শিশুদের বিনোদনের জন্য রয়েছে আরও ১০টি রাইট। মেলার জন্য তৈরি ১০০টি স্টলের মধ্যে বিসিক উদ্যোক্তাদের জন্য মাত্র ৪০টি। বাকি সবগুলো স্টল এবং বিনোদন লোক ও কারু শিল্প মেলার নামে নিয়ন্ত্রণ হয় জেলা প্রশাসনের মাধ্যমে। বিসিক উদ্যোক্তাদের স্টল বরাদ্দে ব্যানার খরচ ছাড়া নির্ধারিত ফি ২৫০০ টাকা তবে নারী উদ্যোক্তাদের পছন্দের স্টল দেয়া হয়নি অগ্রাধিকার ভিত্তিতে। একটি স্টল দুই থেকে তিন জন উদ্যোক্তারা বরাদ পায়।

অপরদিকে বহিরাগত ব্যবসায়ীদের ১১ লক্ষ টাকার বিনিময় বাকি সব স্টল এবং বিনোদন ভাড়া দেয়। বাগেরহাটের ব্যবসায়ী রনি তালুকদার এর সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের চুক্তি হয়। রনি স্টল, বিনোদনের রইডসমূহ, কোকারিজ, খেলনা, খাবার ও বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের কাছে চড়া মূল্যে ভারা দেয়। পূর্ব পাশের প্রবেশ পথ গেট সংলগ্ন একটি আচারের দোকান ৭০ হাজার টাকা ভাড়া হয়। মাঠের মধ্যে ফুচকা চটপটি সহ বিভিন্ন দোকান স্টল প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা ভাড়া হয়। এছাড়াও স্টলের আয়তন বড় হলে একদিনের জন্য দেড় থেকে দুই হাজার টাকা ভাড়া দিতে হয়। তবে এর মধ্যে প্রকৃত কোন লোক ও কারুশিল্পের প্রদর্শনী নেই। অধিকাংশই কসমেটিক্স, খেলনা, ফুচকা চটপটি সহ বিভিন্ন পেশাদারী ব্যবসায়ীর দোকান।

উদ্যোক্তা মেলার সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন উদ্যোক্তা অন্বেষণ, সৃষ্টি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মেলা প্রদর্শনীর আয়োজন হলেও অধিকাংশ অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিরুৎসাহিত। মেলা শুরুর পূর্বে পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট কিংবা ব্যাপক প্রচারণা চোখে পড়েনি তাই মেলা শুরুর পর স্থানীয় অনেক উদ্যোক্তারা অংশগ্রহণ না করতে পেরে হতবাক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, উদ্যোক্ত মেলায় প্রতিবছর আমার মাধ্যমে অন্তত ১০ জন স্থানীয় ব্যবসায়ী অংশগ্রহণ করে। পটুয়াখালী বিসিক অফিস থেকে জেনেছি তাদের মাত্র ৪০ টি স্টল আছে তাই আমাকে এবছর স্টল দিবে না। আমি একজনের সুপারিশে খেলনা দোকান দেয়ার জন্য মাত্র দুটি স্টল সংগ্রহ করেছি।

মেলায় মৃৎশিল্প পণ্য নিয়ে অংশগ্রহণকারী ব্যবসায়ী বলেন, যেখানে আমার স্টল দিয়েছে এখানে কাস্টমার কম আসে। অপর পাশে দিলে ভালো হতো। বাগেরহাটের পার্টিদের কাছে মেলার মাঠ ভাড়া দেয়ায় আমরা বিসিকের নিবন্ধিত উদ্যোক্তারা ভালো জায়গায় স্টল পাইনি।

স্থানীয় বাধঘাটের ব্যবসায়ী বলেন, আমি কাপড় কসমেটিক খেলনার ব্যবসা করি। অন্য একজন লোক স্টল নিয়েছিল কিন্তু এই স্টলটা তার জন্য সুবিধা স্থানে না হওয়ায় আমাকে ছেড়ে দিয়েছে। আমি তাকে টাকা দিয়েছি। বাগেরহাটের পার্টিরা একটি স্টলের জন্য ১৫০০০ টাকা ভাড়া চেয়েছিল এরপর ডিসি অফিসের নাজির এর কাছে আবেদন করেছিলাম সে বলেছে সব ভাড়া হয়ে গেছে। আজ সকালে সেই রেজাউল নাজির আবার আসছে, বলছে ওই কর্নার স্টলটা খালি আছে ৭৫০০ টাকা দিলে নিতে পারেন। আমি বলেছি স্টল পেয়েছি তাছাড়া এত টাকায় আমি ভাড়া নিব না।

বাগেরহাটের ব্যবসায়ী রনি তালুকদার বলেন, মাঠে বিসিকের ৪০টা স্টল বাদে সবগুলোই আমাদের। আমি ছাড়াও হৃদয়,আতিক, জাহিদ, আলামিন ভাইদের নিয়ে ৪-৫ জন আছি। আমরা ডিসি অফিসের সাথে চুক্তি করেছি। ভ্রাম্যমান ফুচকা চানাচুর ওয়ালাদের কাছ থেকে ৫০০ টাকা করে চেয়েছি কারণ কাল থেকে তারা যেন মাঠে না আসে। তারা আসলে আমাদের ব্যবসায়ীদের বিশাল ক্ষতি।

পটুয়াখালী বিসিক উপ-পরিচালক মোঃ আলমগীর সিকদার বলেন, উদ্যোক্তা মেলায় আমার স্টল প্রয়োজন ছিল ৪০টি এর মধ্যে ৩৫ টি স্টল স্থানীয় উদ্যোক্তাদের জন্য এবং পাঁচটি স্টল অন্য জেলা থেকে আগত উদ্যোক্তাদের দিয়েছি। অন্য জেলা থেকে আগত উদ্যোক্তারা যেন আমাদের মেলা দেখে অনুপ্রাণিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, মেলায় বৈষম্যের কোন অবকাশ নেই। যদি কেহ স্টল বরাদ্দের নামে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং কারো থেকে অভিযোগ পাই তবে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনাদের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক এই প্রত্যাশা করি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই...

নরসিংদীতে ‘গণপিটুনি’র প্রতিবাদ করতে যাওয়া ২ ভাইকে পিটিয়ে হত্যা

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে ‘গণপিটুনির’ পর প্রতিবাদ জানাতে যাওয়া দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত...

নরসিংদীতে ৪ জনকে কুপিয়ে জখম, এক জনকে গলা কেটে হত্যারচেষ্টা

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নরসিংদীতেপ্রকাশ্য দিবালোকে চারজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজনকে গলা...

শেরপুরে ঈদের দিন রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল বাবা ও মেয়ের

শেরপুর (বগুড়া)প্রতিনিধি: ঈদের দিন রাস্তা পার হওয়ার সময় শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪) নামের বাবা মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায়...

উল্লাপাড়ায় ঈদের জামাতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে ঈদের নামাজ আদায়ের সময় মাইকের যান্ত্রিক ক্রটির কারণে দুই দলের মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্ততঃ...

উল্লাপাড়ায় ঈদের জামাতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ সোমবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে ঈদের নামাজ আদায়ের সময় মাইকের যান্ত্রিক ক্রটির কারণে দুই দলের মধ্যে...

যশোরের শার্শায় ইট ভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন(৩০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৩০মার্চ রাত ১১ টার...

গৌরীপুরে বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহের গৌরীপুরে ঈদুল ফিতর উদ্‌যাপন করতে বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় মা,মেয়ে,দুই নাতীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে...