পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৭ কোটি ১৭ লক্ষ ৩০ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৪ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৮৮০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে ৫১৪৭.৩৪ ডিএস-৩০ মূল্য সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে ১৯১০.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৫ পয়েন্ট বেড়ে ১১৩৯.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: পূবালী ব্যাংক, জিপি, বীচ হ্যাচারী, জিপিএইচ ইস্পাত, রূপালি লাইফ ইন্সুঃ, ডাচবাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, খুলনা প্রিন্টিং ও সেন্ট্রাল ফার্মা
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইজিপিএল, জিপিএইচ ইস্পাত, কোহিনুর কেমিক্যাল, প্রাইম ইসলামি লাইফ ইন্সুঃ, মুন্নু সিরামিকস, কেডিএসএ লিঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, ইফাদ অটোস, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা. ও শার্প ইন্ডাঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আনলিমা ইয়ার্ণ, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং, এইচআর টেক্স, হামি ইন্ডাঃ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, পিএলএফএসএল, সাফকো স্পিনিং, ফ্যামিলি টেক্স ও সেলভো কেমিক্যাল।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬৮৬৭২৫১৬০৭৪৬.০০।