February 10, 2025 - 9:04 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জালে বিটিভির ঝিনাইদহ প্রতিনিধিসহ ইবির দুই শতাধিক কর্মকর্তা- কর্মচারী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জালে বিটিভির ঝিনাইদহ প্রতিনিধিসহ ইবির দুই শতাধিক কর্মকর্তা- কর্মচারী

spot_img

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিরোধিতা, হামলা ও নির্যাতনসহ বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি অনুসন্ধানে এসেছেন। তারা ট্রাইব্যুনাালের পাঠানো বিশ্ববিদ্যালয়ের কমিটি গণবিজ্ঞপ্তি যাচাই বাছাই করে দেখছেন। অভিযোগ থেকে বাদ যায়নি বিটিভির ঝিনাইদহ প্রতিনিধি ও সাবেক ছাত্রলীগ নেতা পিন্টু লাল দত্ত। সরকারের দুই খাত থেকে পিন্টু লাল দত্ত কোটি টাকার উপরে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডার কর্তৃক ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজে সহায়তার জন্য তথ্য চেয়ে বিভিন্ন জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২৪ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠায় কুষ্টিয়া জেলা প্রশাসন। গত ১ অক্টোবর ৬ সদস্যের কমিটি গঠন করে ইবি প্রশাসন। গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ ও আবাসিক হলে চিঠি প্রেরণের পাশাপাশি ৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি দিয়ে তথ্য ও ডকুমেন্ট আহবান করে। কমিটি প্রাপ্ত তথ্য-উপাত্ত একত্রিত করে ১৯ অক্টোবর উপাচার্যের নিকট হস্তান্তর করে। পরে উপাচার্য এসব তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।

সূত্র জানায়, এই প্রতিবেদনে অন্তত ১৬টি সংযুক্তিতে আন্দোলনে বিরোধিতা, আন্দোলন নস্যাৎ করার লক্ষ্যে কর্মকান্ড, আন্দোলনকারীদের নির্যাতন ও হুমকিসহ নানা অভিযোগে দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগের বিবরণ উল্লেখ করে তালিকা পাঠানো হয়। একইসঙ্গে এসব ঘটনার ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য ডকুমেন্টও প্রেরণ করা হয়েছে।

আন্দোলনে বিরোধিতাকারীরা হলেন- সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ আসকারী, অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. শাহীনুর রহমান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, সাবেক ছাত্র উপদেষ্টা বাকী বিল্লাহ বিকুল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন, বাংলা বিভাগের তপন কুমার রায়, ইংরেজি বিভাগের এ এইচ এম আক্তারুল ইসলাম, মিয়া মো. রাসিদুজ্জামান, আফরোজা বানু, প্রদীপ কুমার অধিকারী, লিটন বরণ সিকদার, অর্থনীতি বিভাগের দেবাশীষ শর্মা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের হাফিজুল ইসলাম, আইন বিভাগের শাহাজাহান মন্ডল, খন্দকার তৌহিদুল আনাম, সাজ্জাদুর রহমান টিটু, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আমজাদ হোসেন, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মেহেদী হাসান, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের কাজী আখতার হোসেন, অরবিন্দ সাহা, শেলীনা নাসরীন, শাহাবুব আলম, ব্যবস্থাপনা বিভাগের মহব্বত হোসেন, ধনঞ্জয় কুমার, মুর্শিদ আলম, কে এম শরফুদ্দিন, নাসিমুজ্জামান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রুহুল আমিন, সঞ্জয় কুমার সরকার, মার্কেটিং বিভাগের মাজেদুল হক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ হোসেন, সিএসই বিভাগের আহসান-উল-আম্বিয়া, জয়শ্রী সেন, আইসিটি বিভাগের তপন কুমার জোদ্দার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শফিকুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আনোয়ারুল হক, রেজওয়ানুল ইসলাম ও চারুকলা বিভাগের শিক্ষক তানিয়া আফরোজ, ইবির কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান, সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট, মীর জিল্লুর রহমান, মীর মোর্শেদুর রহমান, শেখ মো. জাকির হোসেন, আলমগীর হোসেন খান, শামসুল ইসলাম জোহা, নওয়াব আলী খান, আব্দুস সালাম সেলিম, ইব্রাহীম হোসেন সোনা, মনিরুজ্জামান মোল্লা, আইয়ুব আলী, সোহেল রানা, তবারক হোসেন, চন্দন কুমার দাস, আব্দুল হান্নান, লুবনা শাহনাজ, নাজিম উদ্দিন, ওলিউর রহমান, মনোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, সোহরাওয়ার্দী হোসেন, মিন্টু কুমার বিষ্ণু, আব্দুল আজিজ সরদার, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, জে এম ইলিয়াস, শরিফুল ইসলাম, রঞ্জন, সাইফুল ইসলাম, বিপুল আহমেদ, জুবের আল মাসুদ, রবিউল ইসলাম, তারেক মাহমুদ হোসেন, মাসুদ পারভেজ, কবির হোসেন, আহসানুল হক হাসান, রশিদুজ্জামান খান টুটুল, রেজাউল করিম, আসাদুজ্জামান, রবীন্দ্রনাথ, বিটিভির ঝিনাইদহ প্রতিনিধি পিন্টু লাল দত্ত, জাহাঙ্গীর আলম, আমানুর রহমান, আবু সিদ্দিক রোকন, আব্দুর রাজ্জাক, সুদেব কুমার বিশ্বাস, জাহিদুল ইসলাম, উকিল উদ্দিন, মোহব্বত হোসেন, আব্দুল জব্বার, হারুন উর রশিদ, সুজল কুমার অধিকারী, গাউছুল আজম, বকুল জোয়ার্দার, শ্রী নারায়ন চন্দ্র কর্মকার, বদিউজ্জামান, প্রহ্লাদ, মোফাজ্জেল হোসেন, নিখিল কুমার বিশ্বাস, ফরিদ উদ্দিন, বকুল হোসেন, আবু মুসা মোহাম্মদ, সোহেল রানা, আব্রাহাম লিংকন, রুহুল আমিন ও আতিয়ার রহমান। শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের নির্যাতন, হুমকি ও প্রকাশ্য বিরোধীতাকারী শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ অন্য নেতাকর্মীদের তথ্যও প্রেরণ করা হয়েছে বলে ইবি প্রশাসন সুত্রে জানা গেছে।

সূত্রমতে, এদের কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক রাখলেও তারা মূলত একটি বিশেষ বাহিনীর চর হিসেবে কাজ করেছে বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, আমরা তথ্য সংগ্রহ ও গণ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন দপ্তর ও হলে চিঠি দিয়েছিলাম। সেখানে আমরা বেশ কিছু তথ্য, ছবি ও ভিডিও পেয়েছি। এতে শিক্ষক-কর্মকর্তা ও তৎকালীন সরকার দলীয় ছাত্রসংগঠনের অনেকের নামই এসেছে। প্রাপ্ত তথ্য ও ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের ওয়েব সাইটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

সাইফুল ইসলাম তানভীর: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে ও ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান "দি প্লাস্টিসিটি"র সৌজন্যে সমাজে পিছিয়ে পড়া উদীয়মান খেলোয়াড়, স্কুল-কলেজের...

প্রফেশনে হঠাৎ ছন্দপতন! উন্নয়ন ও বৈষম্যহীন ঐক্যে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি

মো. মিজানুর রহমান, এফসিএস || সিএস এ্যাক্ট-২০১০ এর অধিনে নির্বাচনে প্রথম কাউন্সিলে একটি সার্বজনীন চাওয়া ছিল মি. মোহাম্মদ আসাদ উল্লাহ যেন নবগঠিত সিএস কাউন্সিলের...

সরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,...

আইপিডিসি ফাইন্যান্স ও কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকরের মধ্যে চুক্তি সাক্ষর

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড (সিএআইডিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা এক্সক্লুসিভ ইন্টেরিওর ডিজাইন...

লেয়ার মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের একদল গবেষক লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করেছেন, যা কৃষিক্ষেত্রে...

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল...

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...