পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করার কারণে কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সূত্র মতে ৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ২০২৪ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এন ক্যাটাগরিতে বিদ্যমান রয়েছে।