পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৮ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ১৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ৪৩৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯.৭০ পয়েন্ট বেড়ে ৫১৪৫.৮৪ ডিএস-৩০ মূল্য সূচক ১.৪৬ পয়েন্ট বেড়ে ১৯০৯.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৬৯ পয়েন্ট বেড়ে ১১৩৯.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, সিটি ব্যাংক, রূপালি লাইফ ইন্সুঃ, বীচ হ্যাচারী, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, অগ্নি সিস্টেম, ইফাদ অটোস, খান ব্রাদার্স পিপি ও হাক্কানি পাল্প।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., ইপিজিএল, ইফাদ অটোস, হাক্কানি পাল্প, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, রূপালি লাইফ ইন্সুঃ, গ্রীণডেল্টা লাইফ মি.ফা., এমএল ডাইয়িং, আলিফ ম্যানুঃ ও বঙ্গজ লিঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেঘনা সিমেন্ট, তাক্কাফুল ইন্সুঃ, তাল্লু স্পিনিং, অলটেক্স ইন্ডাঃ, কে অ্যান্ড কিউ, গ্লোবাল হেভী কেমিক্যাল, ড্রাগন সুয়েটার, এলআর গ্লোবাল মি. ফা-১, রেনউইক যজ্ঞেশ^র ও এফএএস ফাইন্যান্স,
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬৮৬১৫৩৬৮৯৭০৬.০০।