পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৫ কোটি ৩৮ লক্ষ ৭০ হাজার ৬৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫৬ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ২৯২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৩.২৫ পয়েন্ট বেড়ে ৫১২৬.১৫ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৫০ পয়েন্ট বেড়ে ১৯০৮.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৫৭ পয়েন্ট বেড়ে ১১৩৫.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ হ্যাচারী, সিটি ব্যাংক, জিপি, সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং ও খান ব্রাদার্স পিপি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: গোল্ডেন সন্স, হাক্কানি পাল্প, ইফাদ অটোস, ইপিজিএল,এমএল ডাইয়িং, এসএস স্টিল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, জাহিন স্পিনিং ও সাইফ পাওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিলবাংলা সুগার, বিপিএমএল, পেপার প্রসেসিং, ইউনিয়ন ব্যাংক, গ্রীন ডেল্টা, জিআইবি, জেমিনী সী ফুড, কনফিডেন্স সিমেন্ট, ফ্যামিলি টেক্স ও এটলাস বাংলা।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৫৮৯৬৮১৯৯০২০.০০।