বেস্ট হোল্ডিংসের নাম পরিবর্তন

Posted on January 27, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের নাম পরিবর্তনের সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বেস্ট হোল্ডিংস লিমিটেডের’ -এর পরিবর্তে ‘বেস্ট হোল্ডিংস পিএলসি’ হবে।

আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) থেকে কোম্পানিটি ‘বেস্ট হোল্ডিংস পিএলসি‘ নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি মূলধন নিয়ে ২০২৪ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৫৯ কোটি ২০ লাখ। রিজার্ভে রয়েছে ৪৬৩৭ কোটি ৩০ লাখ ৫১ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৫.৩৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২০.৩৮ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৪.২৮ শতাংশ শেয়ার।