পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৩টি কোম্পানির মধ্যে ১৭৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৬ দশমিক ২৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩২.৩ টাকা থেকে ৩৪.৯ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৩২.৩ টাকা এবং সমাপনি দর ৩৩.৮ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৩১.৮ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৯.৩ টাকা থেকে ৬৫.৫ টাকার মধ্যে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছ ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা টাকা বা ৬ দশমিক ২২ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২২.৭ টাকা থেকে ২৪.১ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২২.৫ টাকা আজকের ওপেনিং দর ছিল ২২.৯ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৩.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৪ টাকা থেকে ২৭.৭ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ২ টাকা ১ পয়সা বা ৬ দশমিক ০৯ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৩৪.২ টাকা থেকে ৩৭.২ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩৪.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩৪.৬ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩৬.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৬.৯ টাকা থেকে ৩৭.২ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- লিগাসি ফুটওয়ার লিমিটেডের ৬৩ টাকা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ১২.৮ টাকা, এনভয় টেক্সটাইল লিমিটেডের ৪৩ টাকা, এডিএন টেলিকম লিমিটেডের ১০৯.১ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৫.৪ টাকা, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩.২ টাকা, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২২.৬ টাকা।