January 16, 2025 - 6:07 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমসিংগাইরে ঝাড়ুদারের পারিশ্রমিক খাদ্য নিয়ন্ত্রকের পকেটে!

সিংগাইরে ঝাড়ুদারের পারিশ্রমিক খাদ্য নিয়ন্ত্রকের পকেটে!

spot_img

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ঝাড়ুদারের পারিশ্রমিক খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক চৌধুরীর পকেটে। কাগজ-কলমে সরকারিভাবে খোদেজা নামের ঝাড়ুদারের পারিশ্রমিক নিয়মিতভাবে উত্তোলন করা হলেও তিনি কিছুই জানেন না।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, আজিমপুর মহল্লার খোদেজা বেগম দীর্ঘদিন ধরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ঝাড়ুদারের কাজ করে আসছিলো। সরকারি ছুটি ছাড়া মাসে ২২ কর্মদিবসে প্রতিদিন ৫৫০ টাকা হিসেবে পারিশ্রমিক বরাদ্দ। সেই হিসেবে ভ্যাট-ট্যাক্স বাদে ওই ঝাড়ুদার ১১ হাজার টাকা পাওয়ার কথা। ইতিপূর্বে কর্মকর্তারা ঝাড়ুদার খোদেজাকে প্রতিমাসে মাত্র ৩ হাজার করে টাকা দিতেন। বাকি টাকা সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছেন।

এদিকে, উপজেলা পরিষদের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে যায় খাদ্য গুদাম চত্ত্বরে। কাজ থেকে বাদ দেয়া হয় ঝাড়ুদার খোদেজাকে। এদিকে ২০২৩ সালের ২৮ নভেম্বর খাদ্য নিয়ন্ত্রক হিসেবে ফারুক চৌধুরী সিংগাইরে যোগদান করেন। এরপর থেকে প্রতি ৩ মাস অন্তর ফারুক চৌধুরী উত্তোলন করেন ঝাড়ুদারের পারিশ্রমিক ৩৩ হাজার টাকা করে।

উপজেলা হিসাবরক্ষন অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালের জুনে ঝাড়ুদার খোদেজা বেগমের নামে তিন মাসের পারিশ্রমিক ৩৩ হাজার টাকার বিল খাদ্য নিয়ন্ত্রক ফারুক চৌধুরীর স্বাক্ষরে উত্তোলন করা হয়েছে। তার আগেরও ৩ মাসের ৩৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।

ঝাড়ুদার খোদেজা বেগম বলেন, আমি অনেক আগে থেকেই উপজেলায় অফিস থাকাকালীন কাজ করেছি। মাসে ৩ হাজার টাকা করে বেতন দিত। অফিসের পুরাতন বিল্ডিং ভেঙে ফেলার পর আর আমাকে দিয়ে কাজ করায় না। আমি বলে রেখেছি নতুন ভবনে এলে আমাকে দিয়ে কাজ করানোর জন্য।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক চৌধুরী প্রথমে খন্ডকালীন একজন ঝাড়ুদারের কথা স্বীকার করলেও তাৎক্ষনিক তা অস্বীকার করেন। বর্তমানে গুদাম ঘরের ঝাড়ুদার দিয়ে কাজ করানো হয়। ঝাড়ুদারের বেতন আত্মসাৎ প্রসঙ্গে তিনি বলেন, জুন মাস পর্যন্ত বেতন আমার স্টাফ হোসনে আরা উত্তোলন করেছে, সে বলতে পারবে।

এদিকে,খাদ্য নিয়ন্ত্রকের এ বক্তব্যের প্রেক্ষিতে সহকারী উপ-খাদ্য নিয়ন্ত্রক হোসনে আরা বলেন, যা কিছু হয়েছে স্যারের নির্দেশে হয়েছে। অধিনস্থদের কর্মকর্তার কথার বাইরে যাওয়ার সুযোগ নেই।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, এটা আর্থিক অনিয়ম, অনাকাঙ্খিত ঘটনা। আপনি ডিসি ফুডকে জানাতে পারেন। উপজেলার পক্ষ থেকে বিষয়টি আমি দেখবো।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, উপজেলার বিষয়গুলো আমি ভাল করে জানি না। সবকিছুর খবর নিয়ে আমি আপনাকে জানাব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ভুয়া চিকিৎসককে পুলিশে সোপর্দ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ভুল চিকিৎসায় নাওশিন নামের ১৪ মাসের এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগে ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবুকে স্থানীয়রা পুলিশে সোপর্দ...

ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা শুক্রবার শুরু

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং এশিয়া ল্যাক্রোস ইউনিয়নের সহযোগিতায় আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) থেকে...

রায়পুরায় বালুমহালের ড্রেজার থেকে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযানে গেলে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা...

নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

নোয়াখালী প্রতিনিধি: দশ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার...

ডিএসইতে আজকের লেনদেন ৩৬৩ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৪ কোটি ৮৩ লক্ষ ২২ হাজার ৪২৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে...

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং প্রকৌশল প্রযুক্তি বিষয়ক গবেষণা উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এবং জব...

সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। নির্বাহী আদালতগুলোতে সরকারি কার্টিজ পেপারের পরিবর্তে ব্লুপেপার চালু রাখার দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)...

বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪পরিবারের মাঝে গরু,ছাগল, ভ্যানগাড়িসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে...