কর্পোরেট সংবাদ ডেস্ক : "সেবাই ব্রত" এই লক্ষ্যকে ধারণ করে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ এবং মরহুম দৌলত হোসেন চৌধুরী ট্রাস্টের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে সারাদিন ব্যাপী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৪নং হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারস্থ হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে বিনামুল্যে চক্ষু শিবির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, জেলা গভর্নর, জেলা ৩১৫এ১, লায়ন্স ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস'র কর্ণধার লায়ন সাদাত ফেরদৌস ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন, লায়ন আবু সাউদ ক্লাব সেক্রেটারি, লায়ন্স ক্লাব অফ প্রোটেস্টিং ভয়েজ'র গাইডিং লায়ন ফাহাদ ফেরদৌস, ক্লাব ট্রেজারার লায়ন আতিয়া সিদ্দিকাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা এবং ট্রাস্টি বোর্ড'র চেয়ারম্যান দিলরুবা ইয়াসমিন চৌধুরী।
এখানে বিনামুল্যে ৬০০ জনেরও বেশী রোগীর সেবা দেয়া হয় এবং ছানী রোগীদের পরবর্তীতে লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও জেনারেল হাসপাতালে বিনামুল্যে অপারেশনের প্রতিশ্রুতি দেয়া হয়। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন লায়ন চক্ষুঃ ও জেনারেল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেওয়ানগঞ্জে লায়ন্স ক্লাব ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান https://corporatesangbad.com/499026/ |