পুঁজিবাজার ডেস্ক: বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করা হলে ‘ওয়েবসাইট ইজ আন্ডার মেইন্টেন্যান্স, উই উইল ব্যাক সুন। থ্যাংক ইউ ফর ইউর প্যাসেন্স’ লিখা বার্তা প্রদর্শন করা হচ্ছে। মূলত সংস্কার ও উন্নয়ন কাজের কারণে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, রিপাইরিংয়ের কারণে সাময়িক ভাবে, ডিএসইর ওয়বেসাইটে প্রবেশ করা যাচ্ছে। আগামী দুই দিন সাপ্তাহিক বন্ধের কারেণে ডিএসইতে কোন লেনদেন হবে না। তাই আজ লেনদেন শেষ হওয়ার পর থেকেই সফটওয়্যার জটিলতা খতিয়ে দেখে ডিএসইর ওয়েবসাইট উন্নয়নের কাজ করা হচ্ছে। কাজ শেষে যথা সময়ে আবারও ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।