গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

Posted on January 9, 2025

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার বানিয়াবাড়ি এলাকার ইমান আলীর ছেলে আবু হাসেম ওরফে হাসমত (৩৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি থানা নলসন্ধ্যা গ্রামের মো: জুরান মন্ডল এর ছেলে সোহাগ রানা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায় জানান,গত ৫ জানুয়ারি দুপুর আড়াইটার সময় নগরীর জরুন খেলার মাঠের পাশ থেকে পালসার এন -১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক মোমিন মোল্লা কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের সনাক্ত করে। পরে বৃহস্পতিবার ৯ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।